স্নানযাত্রা মহোৎসব আজ থেকে শুরু

2

মহাবিষ্ণুর অবতার শ্রীল অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল পণতীর্থ স্মৃতিধামে স্নানযাত্রা (মহাবারুণী স্নান) মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), গড়কাঠি, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৮ মার্চ সোমবার পাপমোচনী একাদশী। ২৯ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় বৈদিক হোম যজ্ঞ, দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ শুরু, বিকেল ৩টা ১৯ মিনিটে গঙ্গাপূজা ও আরতি, বিকেল ৪টায় ধর্মসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
রাত ১০টায় ভজন সঙ্গীতানুষ্ঠান, রাত সাড়ে ১১টায় ম্যাগাজিন অনুষ্ঠান। কাল ৩০ মার্চ বুধবার দিনব্যাপি হবে নানা অনুষ্ঠান।
উল্লেখ্য, এ বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে স্নানের সময় হলো- বিকেল ৩.০৩.১৮ সে. গতে পরদিন সকাল ১.৪২.০৫ সে. মধ্যে মহাবারুনি স্থান অনুষ্ঠিত হবে। এছাড়া আরেকটি শুভযোগ তিথিতে স্নানের সময় হলো- বিকেল ০৩.০৩.১৮ সে. গতে পরদিন সকাল ১১টা।
মহাবিষ্ণুর অবতার শ্রীল অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল পণতীর্থ স্মৃতিধামে স্নানযাত্রা (মহাবারুণী স্নান) মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি