পানির সমস্যা নিয়ে নগরীর কাজী ম্যানশন ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা, মালিককে অবাঞ্ছিত ঘোষণা

6

স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারের কাজী ম্যানশনে পানির সমস্যা নিয়ে আয়োজিত বৈঠক থেকে মার্কেটজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অবস্থার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে মার্কেটের মালিক কাজী ফারুক আহমদকে (জমিদার) কাজি ম্যানশনে অবাঞ্ছিত ঘোষণা করেন ব্যবসায়ীরা।
মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের অভিযোগ- কাজী ম্যানশনে প্রায় ১২শ দোকান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে মার্কেটটিতে পানির সমস্যা বিরাজ করছে। বার বার মালিকপক্ষের কাছে এ বিষয়ে সুরাহার অনুরোধ জানালেও তারা এ বিষয়ে ভ্রুক্ষেপ করছেন না। এ ঘটনা নিয়ে গতকাল শনিবার বেলা ১১টার দিকে মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কাজী ফারুক আহমদ সেখানে উপস্থিত হয়ে সাধারণ ব্যবসায়ীদের গালিগালাজ করেন এবং তার মার্কেট ছেড়ে চলে যেতে বলেন। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বিকেল সাড়ে ৩টার দিকে তারা মার্কেটে সকল দোকান বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এ সময় তারা মার্কেটের মালিক ফারুক আহমদকে কাজি ম্যানশনে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং কোনো ভাড়া দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এতে মালিক পক্ষ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বিকেল ৪টা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।