মায়ের ভাষা বাংলার প্রতি আরও যত্নবান হওয়া প্রয়োজন – ডা. আরমান শিপলু

4
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ছড়ারপার ইমদাদুল উলুম মাদ্রাসায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডা. আরমান আহমদ শিপলু।

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন বাংলা ভাষার জন্য আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছেন। আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। ব্যবহারের দিক থেকে বাংলা বিশ্বের বুকে পঞ্চম অবস্থানে রয়েছে। আমাদের অহংকার একুশে এখন বিশ্ববাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছেন। আমাদের মায়ের ভাষা বাংলার প্রতি আরও যত্নবান হওয়া প্রয়োজন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট ফাউন্ডেশনের উদ্যোগে গত সোমবার নগরীর ছড়ারপাড় ইমদাদুল উলুম মাদ্রাসায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শিপলু উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসায়ে ইমদাদুল উলুম মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিনের সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ ক্বারি মইনুল ইসলাম আশরাফির পরিচালনায় বক্তব্য রাখেন মো. ইমরান হোসেন, মাওলান আব্দুস সালাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফিজ সাজ্জাদুর রহমান। বিজ্ঞপ্তি