সিলেটে করোনার হার কমছে, ২৬ জন শনাক্ত

0

স্টাফ রিপোর্টার :
দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও করোনা শনাক্তের হার কমছে। স্বাভাবিকভাবে রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। এমন খবরে মোটামুটি সিলেট বিভাগজুড়ে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।
গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৭ করোনা রোগী। তাদের মধ্যে একজন আইসিউইতে ভর্তি ছিলেন। আর ৪ জন সরাসরি করোনা আক্রান্ত। অন্য ১২ জন ছিলেন সন্দেহজনক।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগজুড়ে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ২৬ জন। এদের মধ্যে সিলেট জেলার ১৪, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ১ জন করে। অপর ১০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগী। এ নিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৬৫৭১। এ সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে সিলেট বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ১২২৬।
গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫২ জন। এদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৩৪২৯। সপ্তাহখানেক আগেও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। মহামারির তান্ডব কমলেও সিলেটের সাধারণ মানুষ করোনার ব্যাপারে এখনো অতটা সচেতন নয়। বিশেষ করে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে প্রায় সবাই উদাসিন।
এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।