মুজিব মানে একটি সূর্য

19

সোমা মুৎসুদ্দী

একটি খোকা ঘুমিয়ে আছে,
সবুজ বাংলাদেশে।
একটি খোকা ঘুমিয়ে আছে,
মুজিবেরই বেশে।
মুজিব মানে শিশুর হাসি,
বাবার ভালোবাসা।
মুজিব মানে এগিয়ে চলা,
নতুন ভোরের আশা।
মুজিব মানে মিছিল-মিটিং ,
দেশের স্বাধীনতা।
মুজিব মানে মায়ের বলা,
গল্প রূপকথা।
মুজিব মানে মনের সাহস,
সংগ্রামী ঐ গান।
মুজিব মানে একটি সূর্য,
একটি নতুন প্রাণ।