শ্রীমঙ্গল পৌরসভায় মাসব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু

11

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নয়টি ওয়ার্ডে মাসব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে।
১৯ ফেব্রুয়ারি শনিবার দুপুরে পৌরসভার আওতাধীন শহরের ২ নং ওয়ার্ডে কালিঘাট এলাকা থেকে কার্যক্রম শুরু হয়।
মশক নিধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন, আমরা মশক নিধনের বিশেষ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হবে। মশার প্রজনন স্থল হিসেবে চিহ্নিত হটস্পটগুলো ধ্বংসের লক্ষ্যে এই মশক নিধন কর্মসূচি পরিচালিত হচ্ছে।
মশক নিধন কার্যক্রমে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. তানিয়া আক্তারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।