ওসমানীনগরে সূচনা কর্মসূচির সভা ও কিশোরীদের সফলতার গল্প

6

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সূচনা বাংলাদেশ অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস এই প্রতিপাদ্যে ওসমানীনগরে আরডিআরএস’র বাংলাদেশ এর সূচনা কর্মসূচি’র আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন, ওয়ার্ল্ড ফিস, আইডিই, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরী সহায়তায় সূচনা কর্মসূচির উদ্যোগে সরকারি দপ্তরের সাথে মতবিনিমিয় সভা ও সূচনার কিশোরীদের সফলতার গল্পকথা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নুরমিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ময়নূল হক চৌধুরী। প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সূচনার প্রকল্প সমন্বয়কারী ফরাজদুক ভুঞা। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
বক্তব্য রাখেন সূচনার উপজেলা সমন্বয়কারী মো: মিজানুল হক, নিউট্রিশন অফিসার ঝন্টু লাল পাল, প্রেসক্লাবে প্রচার সম্পাদক রনিক পাল, সূচনা প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবীর, ম্যাকমো মোঃ নোমান মিয়া, মৌসুমী আক্তার, জিসিডিও ফারজানা ববি, এফএফ বিকাশ চন্দ্র দেবনাথ, আয়শা সিদ্দিকা, মোঃ আতিকুর রহমান, ফাইন্যান্স অফিসার এম কে তাসনিম সাকিব প্রমুখ।