প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের তাগিদে জগন্নাথপুরে করোনা মোকাবেলায় সভা

2

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
দেশের চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সুনামগঞ্জ জেলার অবস্থান ৬৪ হওয়ায় রীতিমতো চাপের মুখে পড়েছেন জগন্নাথপুর উপজেলার সংশ্লিষ্টরা। তাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের তাগিদে করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলার সকল জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, সকল জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।