রাজীব হাসান

5

রিমঝিম বৃষ্টি পানি :

শীতের ভোরে বৃষ্টির পানি
রিমঝিম ঝিম ঝরে
বৃষ্টির পানি ডোবা-নালায়
গড়িয়ে সব পড়ে।

টিনের চালে ফোঁটায় ফোঁটায়
পড়ছে যখন বৃষ্টি
কি অপরূপ দেখতে লাগে
ফেরে না তো দৃষ্টি।

শীতের ভোরে বৃষ্টির ছোঁয়া
যেই লেগেছে পায়ে
শীতল হাওয়া লাগছে যেনো
আমার সারা গায়ে।

ঠান্ডায় জমে হাতের আঙুল
লোম দিয়েছে কাটা
থামবে কবে রিমঝিম বৃষ্টি
আসবে জোয়ার ভাটা।