বাংলাদেশ-তুরস্কের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে – ডেনিজ বুলকর

6
সিলেট চেম্বারের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন তুরস্কের কনিয়ার নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসুল ডেনিজ বুলকর

২৫ জানুয়ারি মঙ্গলবার চেম্বার কনফারেন্স হলে তুরস্কের কনিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসুল ডেনিজ বুলকর এর সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন টার্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট এরদিল সিগিনমিস।
সভায় কনিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসুল ডেনিজ বুলকর বলেন, সিলেটে এটি তার প্রথম সফর। সিলেট চেম্বার অব কমার্সের আথিতেয়তার তিনি মুগ্ধ। তিনি বলেন, বাংলাদেশ অনেক সম্ভবনাময় একটি দেশ। তুরস্কের সাথে সামাজিক ও ধর্মীয় সাদৃশ্য থাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। তিনি এ লক্ষ্যে দুই দেশের বাণিজ্য সংগঠনগুলোকে একত্রে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি সিলেটে তুর্কী বিনিয়োগ আনয়নের লক্ষ্যে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আতিক হোসেন, মোঃ হিজকিল গুলজার, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আব্দুস সামাদ, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মোয়াম্মির হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি