নগরীর ষ্টেশন রোডের প্রবীণ ব্যবসায়ী হাজী মো. আব্দুর রহমানের ইন্তেকাল

4

দক্ষিণ সুরমার ষ্টেশন রোডের বিউটি মাইক এন্ড ব্যাটারী হাউজের স্বত্ত্বাধিকারী, সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী, হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, সিলাম জামেয়া ক্বোরআনিয়া মাদ্রাসার সূরা কমিটির সদস্য সমাজসেবী হাজী মো. আব্দুর রহমান (আফজল হোসেন) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)। গত শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৪ কন্যা রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা শনিবার বাদ আসর সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাগ্নে ফরহাদ আহমদ। পরে তাকে পশ্চিমপাড়া পঞ্চায়েতি গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় ব্যবসায়ী জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিকে প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মো. আব্দুর রহমানের ইন্তেকালে সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মো. মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, নগরীর সুরমা টাওয়ারের এমডি ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ, গোয়াইনঘাট এম সাইফুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, লাউয়াই নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি