জগন্নাথপুরে শপথের অপেক্ষায় প্রহর গুণছেন নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে শপথের অপেক্ষোয় প্রহর গুণছেন নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ। বিগত ২০২১ সালের ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শপথের কোন খবর আসেনি। যে কারণে অপেক্ষার প্রহর গুণছেন নব-নির্বাচিত কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়রাম্যান আইয়ূব খান ও পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া সহ ৭ ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের ২১ জন নারী ইউপি সদস্য ও সাধারণ ওয়ার্ডের ৬৩ জন ইউপি সদস্য সহ মোট ৯১ জন জনপ্রতিনিধি।
এ ব্যাপারে ১৮ জানুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম জানান, এখন পর্যন্ত নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট আসেনি। গেজেট আসলে তাদের শপথের বিষয়ে ব্যবস্থা নেবেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।