সেলিম আহমদ কাওছার

27

শীত থেকে বাঁচতে :

যাদের নেই বাড়িঘর
শীতনিবারক বস্তু
শীত তাদের জন্য
কষ্টের মহা অস্ত্র।

কুয়াশার রাত্রে
থাকে যারা রাস্তায়
শীত থেকে বাঁচতে
ঢুকে পরে বস্তায়।

কত লোক হেটে যায়
তাদেরি আশপাশ
চোখে কালো চশমা
দেখেনা বারোমাস।

দামি দামি পোশাক
রয়েছে এদের গায়
গরীবদের দেখলে
তারা খুব ঘৃণা পায়।

জান কি ধনীরা!
গরীবের কি গুণ?
ধনীর আগে বেহেশতে
যাবে তারা এ শোন্।

গরীব দুঃখীর হও দরদী
করো তাদের দান
পরকালে পুরস্কৃত
করবেন দয়াবান।