কানাইঘাটে সূচনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন ড. ফেডরিক ক্রিস্টফার

52

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলায় সূচনা প্রকল্পের কার্যক্রম ও বন্যাকবলিত গ্রাম পরিদর্শন করেছেন সেভ দ্যা চিল্ড্রেনের চাইল্ড প্রবার্টি’র সেক্টর ডিরেক্টর ড: ফেডরিক ক্রিস্টফার। তিনি শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনভর কানাইঘাট সদর ইউপির নিজচাউরা গ্রামের সুচনা কার্যক্রম এবং দিঘিরপার পূর্ব ইউপির মাটিজুরা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির চিত্র স্বচক্ষে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে এ সমস্যা উত্তরণে বিভিন্ন করনীয় বিষয় সম্পর্কে মতবিনিময় করেন। তিনি এ সময় অতি দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তার পূর্বে উক্ত সূচনা প্রকল্প থেকে সহায়তা প্রাপ্তির ফলে নিজ চাউরা গ্রামের উপকারভোগীদের জীবন দক্ষতা মূলক প্রশিক্ষণ সবজি চাষ, হাস-মোরগ, ছাগল পালন ও মাছ চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির উন্নয়ন কার্যক্রম, মা ও শিশু স্বাস্থ্য কিশোরী উন্নয়ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। ড. ফেডরিক ক্রিস্টফার বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসরত জনগোষ্ঠীর প্রশংসা করে বলেন, তারা অত্যন্ত কর্মট ও কাজের প্রতি নিষ্ঠাবান। যে কোন দুর্যোগ তারা মোকাবেলা করে জীবন মানের উন্নয়ন করে যাচ্ছে।  তিনি প্রতিটি উপকারভোগীদের দুর্যোগকালীন সমস্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক স্ব স্ব গ্রামে সঞ্চয় কার্যক্রম চালুর উপর জোর দেন। দীঘিরপার পূর্ব ইউপির আলী হোসেন কাজলের সার্বিক তত্ত্বাবধানে শনিবার মাটিজুরা গ্রাম পরিদর্শন পরবর্তী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে চেয়ারম্যান আলী হোসেন কাজলের কর্মতৎপরতার প্রশংসা করেন তিনি। এ সময় উপস্থিকালে সেভ দ্যা চিল্ড্রেনের চাইল্ড প্রবার্টি’র সেক্টর ডিরেক্টর ড: ফেডরিক ক্রিস্টফারের সাথে উপস্থিত ছিলেন, চাইল্ড প্রবাটি সেভ দ্যা চিল্ড্রেন’র ম্যানেজার কনসোর্টিয়াম সর্ব সেলিম মোড়ল, কোঅর্ডিনেটর ফাহিম সারওয়াত (আইপি), উপজেলা কোঅর্ডিনেটর মো: জালাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, সাংবাদিক শাহীন আহমদ, মুমিন রশিদ,  উপি সদস্য এবাদুর রহমান, জসিম উদ্দিন, সোহাদা বেগম, মাঠ সহায়ক আব্দুল মালিক প্রমুখ।