বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

6
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা মহিলা আওয়ামী লীগ (১) জেলা ছাত্রলীগ (২) মহানগর ছাত্রলীগ (৩) বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখা (৪) বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর শাখা (৫) স্বাস্থ্য বিভাগ (৬) সিভিল সার্জন (৭)।

স্টাফ রিপোর্টার :
মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সূত্র জানান, দিবসটি পালন উপলক্ষে আলাচনা সভার পূর্বে সকাল ১১ টায় সিলেট জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগ : ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক সালমা সুলতানা, হুসেন আহমদ, এ.জেড. রওশন জেবীন, সুষমা সুলতানা রুহী, মাধুরী গুন, সাজেদা পারভীন, হাসিনা মহিউদ্দিন, ফাহিমা খানম চৌধুরী, নরুন নাহার, কানাইঘাট মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা প্রমুখ।
জেলা ছাত্রলীগ : ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার সহ জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর ছাত্রলীগ : ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের নেতৃত্বে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টায় সিলেট জেলা প্রশাসক প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে মহানগর ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখা : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি সামসুল আলম, সহ-সভাপতি এটিএম বদরুল ইসলাম, হেলেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লালদাস, বিধু ভূষণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, সহ-প্রচার সম্পাদক শাহ আলী হাসান, লিটন আহমদ, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, যুব ক্রীড়া সম্পাদক লোহেল আহমদ চৌধুরী, নারী ও শিশু সম্পাদক মাধুরী গুন, সহ-নারী ও শিশু সম্পাদক শিরীন আহমদ প্রমুখ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর : ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসনের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান তারা।
সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান নজির আহমদ আজাদ এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সহ সভাপতি রোটারিয়ান আব্দুল বাছিত, সহ সভাপতি রোটারিয়ান ডাঃ রনজিত কুমার রায়, সহ সভাপতি প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, সহ সভাপতি শামিমা আক্তার ঝিনু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল লাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সহ যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস সুলতানা রুমি, সহ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান অরুপ রায়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক লিমা সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া পীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া হোসেন জাকির, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জুঁই ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তসলিমা বেগম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এনামুল হক তিনু, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, ধর্ম ও ঐতিহ্য বিষয়ক সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ, শ্যামল সিং প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ সিলেট : ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেট কর্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্য ভবন সিলেটের স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সহকারি পরিচালক ডা. নূরে আলম শামীম, মেডিকেল অফিসার ডা. সিধু সিংহ, ডা. জুমানা জনীল, প্রশাসনিক কর্মকর্তা এম. গৌছ আহমদ চৌধুরী, প্রধান সহকারি মিজানুর রহমান, পরিখ্যানবিদ ফনি ভূষণ সরকার, পরিচালক সেলিম উল্লাহ প্রমুখ।
সিভিল সার্জন : ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য ভবন সিলেটের স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, বিদায়ী সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর রাহিল, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মির্জা লুৎফুল বারী, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাহেরুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, প্রধান সহকারি অরুন চৌধুরী, ষ্টেনো শামীম আহমদ, হিসাব রক্ষক আব্দুল মজিদ, পরিসংখ্যানবিদ ফরিদ উদ্দিন, ষ্টোরকিপার মো. আব্দুল আলী বাবলু, অফিস সহকারি রনেন্দ্র দাস, হাফিজুর রহমান, অজয় রায়, স্নিগ্ধেন্দু সরকার, মাসুমা খানম, ফেরদৌসি রহমান, প্রদীপ দাশ, জ্যোৎন্সা রানী ঘোষ প্রমুখ।
সিলেট জেলা তাঁতী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা তাঁতী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সোমবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সহ-সভাপতি তুহিন আহমদ চৌধুরী, সত্যজিত তালুকদার সাজু, আলি হোসেন রিপন, ডা. রাজন রায় চৌধুরী, শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুম আহমদ, বিলাল আহমদ রাজু, বিমল অধিকারী, নজরুল ইসলাম ছোটন, সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান মিজান, সুজাত আহমদ লায়েক, উপদেষ্টা মন্ডলীর সদস্য উপেন্দ্র ঘোষ, নুরুল আমিন, অর্থ সম্পাদক এনামুল ইসলাম শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গিলমান আহমদ, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট রঞ্জু দেবনাথ, মুক্তিযুদ্ধ সম্পাদক জাহেদ সাইফুল্লা, শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অপু কর, উপ যোগাযোগ বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ, উপ বিজ্ঞান প্রযুক্তি বিষয় সম্পাদক সাদিকুর রহমান রুমান, উপ ধর্ম বিষয়ক সম্পাদক শাহবাজ খান উত্তম, উপ আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমদ, সদস্য নিটু পাল প্রমুখ।
জেলা শ্রমিক লীগ : ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, দপ্তর সমুহ দুলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া সম্পাদক শাহ আলম ছুরুক, সহ-সম্পাদক ও জেলা নির্মান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম, সহ-সম্পাদক ও জেলা স্বর্নশিল্পী শ্রমিক লীগের সভাপতি রফিক আহমদ, সহ-সম্পাদক ও জেলা স্বর্নশিল্পী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমরেন্দ্র সিংহ, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, সিনিয়র সদস্য এবং সড়ক ও জনপথ সিবিএ সিলেট অঞ্চলের কার্যকরি সভাপতি রোস্তম খান, সিনিয়র সদস্য বিধু ভূষন চক্রবর্তী, সিলেট গ্যাস ফিল্ড সিবিএ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুস সোবাহান, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, দক্ষিন সুরমা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাছ আলী, সিলেট ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রনী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সহ-সভপতি ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি আছকির মিয়া, ব্যাংক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শানুর আলী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক ও রুপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ইছহাক আলী, বিআরটিসি শ্রমিক লীগ সিলেট শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিযা, নির্মান শ্রমিক লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ, বিআরটিসি শ্রমিক লীগের নাজমুল ইসলাম রনিন, মোঃ ওলি উল্লাহ, রবিউল ইসলাম রকি। দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আনা মিয়া সহ-সভাপতি ফুকন মিয়া।