জানুয়ারি থেকে শেষ ট্যাক্স মেয়াদের ক্লোজিং ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে আপডেট করতে চেম্বারের অনুরোধ

2

সিলেট চেম্বার এর সকল সদস্যগণ ও করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা ভ্যাট অনলাইনের আওতাধীন ব্যবসা পরিচালনা করেন এবং প্রতি মাসে ভ্যাট অনলাইনে ৯.১ ভ্যাট রিটার্ন জমা প্রদান করে থাকেন, তাদের এ বিষয়টি অতীব জরুরী। উল্লেখিত নোটিশে যা উল্লেখ করা হয়েছে তা সহজ ভাষায় প্রকাশ এই যে, যে সকল আমদানিকারক ও ব্যবসায়ীগণ আমদানি পর্যায়ে অত্র বাবদ অগ্রিম কর প্রদান করে থাকেন, তা সঠিক মূসক আইনের প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ের মূসক সমন্বয়ের পর অবশিষ্ট অংশ আপনাদেরকে ফেরৎ প্রদান করা হইবে। এছাড়াও এই অত্র বাবদ অগ্রিম কর এর মূসক সমন্বয়ের পর যে ক্লোজিং ব্যালেন্স আপনার ভ্যাট রিটার্ন ৯.১ এ দাখিল করা হয়, তা বিগত মাসগুলোতে আপনাদের আমদানিকৃত পণ্যের বিপরীতে যে সকল অঞ ও অন্যান্য খাতে কর্তন করা হয়েছে তা আগামী ১৫ জানুয়ারির মধ্যে ম্যানুয়েলি অনলাইনে প্রদান করার কথা উক্ত নোটিশে বলা হয়েছে। যা পরবর্তীতে আর ম্যানুয়েলি করা হবে না এই মর্মে উক্ত নোটিশে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে কোন তথ্য জানার থাকলে চেম্বার কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এ বিষয়ে ৮ জানুয়ারি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ স্বাক্ষরিত এক পত্র জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণ করা হয়েছে। উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে যে, কর প্রদান প্রক্রিয়া ডিজিটালকরণের স্বার্থে অটোমেশন জরুরী হলেও অনেক করদাতাগণ এ বিষয়ে অভ্যস্ত হতে সময় লাগবে। তাই করদাতাগণের অসুবিধার কথা বিবেচনা করে এ ব্যাপারে দুই মাস সময় বৃদ্ধি করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি