দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে ইমরান ও শিপু

6
সভাপতি সাধারণ সম্পাদক

দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান সভাপতি ও আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নুরুল হক শিপুকে সাধারণ সম্পাদক করে সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২২-২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাহাদ উদ্দিন দুলাল (দৈনিক বিজয়ের কন্ঠ), সহ-সভাপতি শিপন আহমদ (দৈনিক নয়া দিগন্ত), সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ শরিফ আহমদ (দৈনিক একাত্তরের কথা), দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান (দৈনিক সংগ্রাম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ আহমদ শান্ত (দৈনিক বিজয়ের কন্ঠ), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক (দৈনিক সিলেটের ডাক), আজমল আহমদ রোমন (দৈনিক শ্যামল সিলেট) ও সারওয়ার হোসেন সৌরভ (দৈনিক জাগ্রত সিলেট)।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য মঈন উদ্দিন।
এর আগে বেলা ১১টায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আব্দুল খালিক।
সাবেক সহসভাপতি শাহ ঈমাদ উদ্দিন নাসিরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক নুরুল হক শিপু।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সহসাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, নির্বাহী সদস্য মঈন উদ্দিন ও গোলাম মর্তুজা বাচ্চু, সাবেক সভাপতি আজমল খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ূম উল্লাস, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক, শরিফ আহমদ, নির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ ফুলর, মনছুর আলী মাছুম, খায়রুল আমিন রাফসান, সদস্য মো. দুলাল হোসেন, ফয়সল আহমদ রানা, শাহেদ আহমদ শান্ত, আজমল আহমদ রোমন, করিম মিয়া, সারওয়ার হোসেন সৌরভ, মো. রফিক আহমদ।
নির্বাচন চলাকালে প্রেসক্লাব পরিদর্শন করেন ক্লাবের আজীবন সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন। বিজ্ঞপ্তি