নগরীতে আরো ১ হাজার জন পেলেন বুস্টার ডোজের এসএমএস

8

স্টাফ রিপোর্টার :
নগরীতে ২য় দিনে বুস্টার ডোজের টিকা নিতে আরো ১ হাজার জনকে এসএমএস দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার ২০০ জনকে এসএমএস দেয়ার বিপরীতে বুস্টার ডোজ নেন ১১০ জন। যারা এসএমএস পাবেন শুধুমাত্র তাদেরকেই নগরীর একমাত্র স্থায়ী টিকাদান কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে বুস্টার ডোজ দেয়া হবে। টিকা কেন্দ্রে যাওয়ার আগে নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে যেতে হবে। সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। এসএমএস ছাড়া কাউকে বুস্টার ডোজ দেয়া হবে না।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেরিত নগরীর বুস্টার ডোজের জন্য মনোনীত ৬ হাজার জনের তালিকা আমরা হাতে পেয়েছি। বৃহস্পতিবার প্রথম দিনে পরীক্ষামূলক ভাবে ২০০ জনকে বুস্টার ডোজ নিতে এসএমএস দেয়া হলে টিকা নেন ১১০ জন। তাই শনিবার বুস্টার ডোজ নিতে আরো ১ হাজার জনকে এসএমএস দেয়া হয়েছে। এসএমএস ছাড়া কাউকে বুস্টার ডোজ দেয়া হবেনা। বুস্টার ডোজের পাশাপাশি করোনা টিকার ১ম ও ২য় ডোজের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর পুলিশ লাইন্স হাসপাতালে স্থাপিত টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। এই হাসপাতালের কেন্দ্রের ঠিকানায় কেউ এসএমএস পেলে তাদেরকে ওসমানী হাসপাতাল কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে হবে। এছাড়া নগর ভবনস্থ অস্থায়ী টিকাদান কেন্দ্রে মডার্না, সিনোফার্ম ও কোভিশিল্ডের ২য় ডোজের টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। ওসমানী হাসপাতাল কেন্দ্রে ১ম ও ২য় ডোজ এবং বুস্টার ডোজ হিসেবে শুধুমাত্র ফাইজারের টিকা দেয়া হচ্ছে।