ওসমানীনগরে যোগী সম্মিলনীর কমিটি গঠন

5

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সামাজিক কুসংস্কার, বৈষম্য ও অবমূল্যায়ন পরিবর্তনের প্রত্যয়ে যোগী সম্মিলনী বালাগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে ওসমানীনগরে উপজেলা কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাথ সম্প্রদায়ের আয়োজনে শুক্রবার উপজেলার জায়ফরপুর গ্রামস্থ নাথ বাড়িতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের যোগী সম্মিলনীর আহবায়ক ডা: দিগেন্দ্র চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব এড. কানাই লাল নাথ, উপদেষ্টা অধ্যাপক রবীন্দ্র কুমার দেবনাথ, আহবায়ক কমিটির সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, প্রণীত রঞ্জন দেবনাথ। শিব চরণ দেবনাথের সভাপতিত্বে ও সংগঠনের নব গঠিত ওসমানীনগর উপজেলা কমিটির সভাপতি ডা: মুকুন্দ লাল নাথের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা: পিবুষ কান্তি দেবনাথ, বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু নাল দেবনাথ, বিজয় দেবনাথ, সিলেট জেলা কমিটির সভাপতি শিশির দেবনাথ, সাধারণ সম্পাদক বিরেন্দ্র দেবনাথ, জুড়ি উপজেলা শাখার সভাপতি রনজিত দেবনাথ, নবগঠিত ওসমানীনগর উপজেলা কমটির সাধারাণ সম্পাদক ডা: মনিন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ডা: নিরঞ্জন দেবনাথ, কোষাধ্যক্ষ সমিরণ দেবনাথ, শিক্ষক সুষীল দেবনাথ, নিরঞ্জন দেবনাথ, বিবাস, নির্মল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের আধুনিক বিশ্বের ছোঁয়া সত্ত্বেও আমরা নানা প্রতিকূলতার জন্য সেকেলে সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারছি না। সামাজিক কুসংস্কার, বৈষম্য ও অবমূল্যায়ন এবং শ্রেণিবৈষম্যের আজকের সমাজ ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু সভ্য সমাজ বিনির্মাণে সামাজি বৈষম্য দূরীকরণে সবাইকে সম্মেলিত ভাবে কাজ করার আহ্বান জানান তারা। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ডা: মুকুন্দ লাল দেবনাথকে সভাপতি ও ডা: মনিন্দ্র দেবনাথকে সাধারণ সম্পাদক ও ডা: নিরঞ্জন দেবনাথকে সাংগঠনিক এবং সমিরন দেবনাথকে কোষাধ্যক্ষ করে ওসমানীনগর উপজেলা যোগী সম্মিলনীর কমিটি গঠন করা হয়েছে।