গোয়াইনঘাটে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু

21

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কনফারেন্স হল রুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইকরামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, মোঃ শাহাব উদ্দিন শিহাব, এম নিজাম উদ্দিন, মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাটের সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট থানার এস,আই মতিউর রহমান, আনসার ভিডিপির কমান্ডার মোতালেব হোসেন, ইউপি সচিব মৃদুল কান্তি, কামরুজ্জামান, শিক্ষক আহমদ আলী, মাহবুবুর আলম, সালিক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ বলেন,স্মার্টকার্ড,জাতীয় পরিচয় প্রাপ্তিতে প্রবাসীদের হয়রানি লাঘব ও সহজে প্রদানে ব্যবস্হা নিতে প্রধান অতিথির কাছে আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসার ফয়সল কাদের বলেন, স্মার্টকার্ডসহ সব ধরনের সেবা দ্রুত পৌছে দিতে আমাদের প্রতি সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। ডিজিটাল বাংলাদেশের রুপকার সরকারের প্রধানমন্ত্রী জনগণের সেবার পরিধি দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন। রই ধারাবাহিকতায় সরকার দেশের সকল জনগণকে বিনামূল্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের চ্যালেঞ্জিং উদ্যোগ নিয়েছেন এবং তা বাস্তবায়ন করছেন। জনগণের সেবা দ্রুততায় পৌঁছে দিতে উপজেলা নির্বাচন অফিসের সবাইকে আন্তরিক হয়ে কাজ করার নির্দেশনাও দেন তিনি।