ছাতকে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ॥ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রতিটি এলাকায় পাঠাগার স্থাপন করতে হবে

9
স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ছাতকের আল আব্বাস পাঠাগারের উদ্যোগে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সাথে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।

স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ছাতকের গাংপার নোয়াকোট গ্রামে আল আব্বাস পাঠাগারের উদ্যোগে মুজিববর্ষের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সাতটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বত:স্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। মুখ্য আলোচক ছিলেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও গবেষক সৈয়দ মবনু। আল আব্বাস পাঠাগারের পরিচালক হাফিজ মুবাশ্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ফায়যুর রাহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ১নং ইসলামপুর ইউপি সদস্য ময়না মিয়া, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার খোকন, ছনবাড়ি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব নুরুজ্জামান জামাল, রাসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, নোয়াকোট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম, জামেয়া কোরআনিয়া নোয়াকোট মাদরাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, ছনবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল মনাফ, ছনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা আক্তার, ছনবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক বদরুল আলম, নোয়াকোট উচ্চবিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসাইন, গাংপার নোয়াকোট গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল খালিক, রইছ আলী, ওয়াজেদ আলী, নোয়াকোট মাদরাসার শিক্ষক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী হাফিজ কলিম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা মদরিছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি