ছোট্ট গাঁয়ে

22

মোঃ এনামুল হক মনি

ছোট্টো গাঁয়ে ছোট্টো বাড়ি
ছোট্টো আমার ঘর,
চারি দিকে সবুজ শ্যামল
আছে বালুচর।

একটু দূরে ছোটো নদী
ডিঙ্গি নাও চলে,
নদীর ধারে কাশফুল
বাতাসে কাশ দোলে।

গাঁও গ্রামের মানুষ মোরা
ফুলের মতো মন,
মিলেমিশে থাকি সেথা
সবাই আপনজন।

রাখাল ছেলে বাজায় বাঁশি
গাছের নিচে বসে,
ভাটিয়ালির সুর তুলে
মনের বড় রসে।

যুবতী মেয়ে চিড়া কুটে
ঢেঁকিতে পাড় দিয়ে,
গুনগুনিয়ে গীত গায়
কালকে বুবুর বিয়ে।