ওসমানীনগর-বালাগঞ্জে এস ও এস শিশু পল্লীর খাদ্যসামগ্রী বিতরণ

4

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ-Support COVID -19 শীর্ষক ২য় পর্যায় (অক্টোবর ২০২১-সেপ্টেম্বর ২০২২) কার্যক্রমের আওতায় ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় উপকারভোগী পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পৃথক বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পরিবার শক্তিশালীকরণ ও কীনশীপ কেয়ার কর্মসূচির দুই উপজেলার ৪৭৮টি সুবিধা বঞ্চিত পরিবারে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ওসমানীগরের দয়ামীরে অবস্থিত এস ও এস শিশু পল্লী সিলেট প্রাঙ্গণে সোমবার অনুষ্ঠিত বিতরণী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। এস ও এস শিশু পল্লী সিলেট এর সহকারী পরিচালক মো: মাজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার তানবীর আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন। অনুষ্ঠানে উসমানপুর ইউনিয়নের মমিনপুর এবং পরবর্তীতে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বানীগাঁও ও সোনাপুর এলাকার উপকারভোগী পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পৃথক পৃথক অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।