৭১ এ বয়স যদি হতো আমার ষোল

6

বাদল রায় স্বাধীন :

একাত্তরে যদি আমার, বয়স হতো ষোল,
কত্ত লোকে আজকে আমায়, সম্মান করতো বলো?
কারন তখন যুদ্ধে যেতাম, হতাম শ্রেষ্ঠ বীর
হানাদারের বুক বরাবর, ধরতাম ট্রিগার, তীর।
আফসোস আমার তখন আমি,ছোট ছিলাম বলে
মুক্তিযোদ্ধা খেতাব পাওয়ার, সুযোগ গেলো চলে।
তাইতো আমি যখন শুনি, স্বদেশ প্রেমের গান
টগবগিয়ে উঠে রক্ত, কেঁদে উঠে প্রাণ।
ভায়ের জীবন, মায়ের সম্ভ্রম, যারা নিলো ছিনে
প্রতিরোধহীন চলে গেলো, তাদের রক্ত বিনে।
আমার জীবন ষোল হলে, এমন সাধ্য কার
এক কোপেতে ছিনে নিতাম, তাদের শক্ত ঘাঁড়।
ও পাকিরা এখন পাড়লে, আবার করিস যুদ্ধ
তোদের রক্তে আমার দেশকে, করবো পরিশুদ্ধ।