কুয়ারপাড় থেকে ৩ জুয়াড়ী আটক

6

স্টাফ রিপোর্টার :
নগরীর কুয়ারপাড় থেকে ৩ জুয়াড়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, নগরীর শেখঘাট কলাপাড়ার বাসিন্দা মো: রাজা মিয়ার পুত্র মো: হোসেন মিয়া (২৩), নগরীর ইঙ্গুললাল রোডের কুয়ারপাড় ৮৪ নং বাসার টিপু মিয়ার পুত্র জামিল আহমদ (২০) ও কুয়ারপাড় ১১৭ নং বাসার খোরশেদ আলমের পুত্র রাদিল আহমেদ (১৯)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কুয়ারপারের ভিতরের পয়েন্ট সংলগ্ন জনৈক বাবর মিয়ার বসতবাড়ীর সামনের কক্ষে অভিযান পরিচালনা মোঃ হোসেন মিয়া, জামিল আহমদ ও রাদিল আহমেদ জুয়াড়ীকে আটক করে। তখন তাদের হেফাজত হতে জুয়া খেলার ব্যবহৃত তীর শিলং ও তাসসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণের সহযোগিতায় দীর্ঘদিন ধরে টাকা পয়সার বিণিময়ে তীর শিলং ও তাস দিয়া উক্ত জুয়ার বোর্ডটি পরিচালনা করে আসছিলো। জুয়ার নেশায় আসক্ত হয়ে দিন মজুর সাধারণ শ্রেণী পেশার মানুষেরা সর্বশান্ত হচ্ছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।