পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি খাতকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে – বিভাগীয় কমিশনার

2
ট্যুরিজম মাস্টার প্ল্যান বাংলাদেশ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থান করছেন মাস্টার প্ল্যান টিম লিডার বেন জামিন কেরী।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেছেন, পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি খাতকেই মূখ্য ভূমিকা পালন করতে হবে। তবে সরকার সহায়ক ভূমিকায় থাকবে। আগামী কয়েক বছরে দেশের পর্যটন শিল্পে ব্যাপক পরিবর্তন আসবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় পর্যটন কাউন্সিল এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে।
সোমবার সিলেট বিভাগীয় পর্যায়ে আয়োজিত ‘ট্যুরিজম মাস্টার প্ল্যান বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত কমিশনার জাকারিয়ার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাস্টার প্ল্যান টিম লিডার বেন জামিন কেরী। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি টিম লিডার প্রফেসর নূরুল ইসলাম মাজেদ, ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, উপসচিব শফিউল আলম প্রমুখ।
স্থানীয় কর্মকর্তা ও নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. এমরান হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো. তারিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, ট্রি টপ এডভেঞ্চার ফার্মের স্বত্ত্বাধিকারী পলি ইসলাম, উইমেন্স চেম্বার অব কমার্স সভাপতি স্বর্ণলুা রায়, হোটেল ওনার্স গ্রুপের সভাপতি সুমাত নূরী চৌধুরী। বক্তারা সিলেটের চার জেলায় পর্যটন কেন্দ্রগুলোর ব্যাপক উন্নয়নের পাশাপাশি পর্যটন পুলিশের সংখ্যা বৃদ্ধি, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ, পানি সরবরাহসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। তাছাড়া পর্যটন খাতে প্রবাসীদের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করার আহবান জানান। দেশের অন্যান্য অঞ্চল থেকে সিলেটমুখী পর্যটকদের অধিকতর আকৃষ্ট করার লক্ষ্যে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেল ব্যবস্থার উন্নয়নকল্পে গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর দেয়া হয়। বিজ্ঞপ্তি