সিলেটের হেমুতে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প

8
জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হেমু গ্রামে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ও হেমু দাতব্য চিকিৎসালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

গত ২৭ নভেম্বর জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হেমু গ্রামে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ও হেমু দাতব্য চিকিৎসালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প সম্পন্ন হয়। উক্ত ক্যাম্প পরবর্তী এক আলোচনা সভায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর এজিএম এন্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক এর পরিচালনায় এবং বিশিষ্ট শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. আবদুল মজিদ খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডা. রুকনুল ইসলাম চৌধুরী, আবদুল কাদির খান, ডা. মোদাব্বির হোসাইন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল মোমিন চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর রেজিস্ট্রার (অবঃ) প্রফেসর ডা. জামিল চৌধুরী, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মামুন রশীদ, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর চিফ মেডিকেল অফিসার মেজর (অবঃ) ডা.আব্দুস সালাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ওয়েছ আহমদ চৌধুরী, ডা. রেজা আহমদ, ডা. তোফাজ্জল হোসাইনসহ বিভিন্ন মেডিকেল কলেজের বিশ জনের দক্ষ সার্জিক্যাল টিম, হাসপাতালের ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) মোহাম্মদ নুরুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (ফার্মেসী) মোঃ জাহাঙ্গীর হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ বদরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি