তাহিরপুরে আঞ্জু হত্যাকান্ড ॥ ৫ জনের মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

2

কাজিরবাজার ডেস্ক :
১৫ বছর আগে সুনামগঞ্জের তাহিরপুরে আঞ্জু হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স গ্রহণ ও আসামিদের আপিল খারিজ করে সোমবার (৮ নভেম্বর) রায় দেন বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান।
পাঁচ আসামি হলেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আ. রহিম, এরশাদ মিয়া, জুলহাস মিয়া, এমরান মিয়া ও মহরম আলী।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আঞ্জু মিয়া নিজ গ্রামের আব্দুস সালামের বাড়িতে বসেছিলেন। এ সময় শত্রুতার জের ধরে আসামিরা রামদা, সেল, বুজাং নিয়ে তার ওপর হামলা চালিয়ে হত্যা করে।
ওইদিনই ১১ জনের নাম উল্লেখ করে নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচার শেষে ২০১৬ সালের ৭ এপ্রিল বিচারিক আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়ে বাকীদের খালাস দেন।
এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা হাইকোর্টে আপিল করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।