গোয়াইনঘাটে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

4

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র‌্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে মিলিত হয়।
সকাল ১১টায় দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান’র সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার দাস’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, সমবায় অফিসের পরিদর্শক মনির হোসেন, মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারি শামিম আহমদ, বিআরডিভির চেয়ারম্যান মো. লোকমান উদ্দিন, বিআরডিভির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মকুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য মো. আলী হোসেন প্রমুখ।