জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ॥ সকলে মিলে সমবায়ের ভিত্তিতে সকল দায়-দায়িত্ব কাঁধে নিয়ে অগ্রসর হলে দেশ এগিয়ে যাবে

4
সমবায় অধিদপ্তর সিলেট বিভাগ আয়োজিত ৫০তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।

সিলেটের সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ও এদেশের মাটি সমবায়ের জন্য একটি উর্বর ভূমি। দেশে অনেক বড়বড় সমবায় সমিতি রয়েছে যারা দেশ ও সমাজের উন্নয়নে কাজ করছে। সকলে মিলে সমবায়ের ভিত্তিতে সকল দায়-দায়িত্ব কাধে নিয়ে অগ্রসর হলে দেশ এগিয়ে যাবে। শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সমবায় অধিদফতর সিলেট বিভাগ আয়োজিত ৫০তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন – এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে দিবসটি উপলক্ষ্যে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার পেল ব্র্যাক ও শেভরনের জীবিকা প্রকল্পের সমবায় সমিতি।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিভাগীয় কমিশনার আরো বলেন, উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে ও আমরা অনেকদূর এগিয়ে যাচ্ছি। তবে আরো উন্নয়ন হবে যদি আমরা সকলে মিলে সমবায় সমিতিগুলোকে এগিয়ে নিতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান সমবায়কে পছন্দ করতেন। বঙ্গবন্ধু বলেছেন সমবায়ের যাদুরস্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলুন। এটি অত্যন্ত মর্মস্পর্শী কথা। এ কথাকে লালন করে সমবায়কে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান তিনি। সমবায়ের মাধ্যমে উৎপাদনে গতিশীলতা আসে উল্লেখ করে বিভাগীয় কমিশনার আরো বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের জীবনের উন্নতি ঘটবে এমন স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। কাজেই সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমবায় অধিদফতর সিলেট বিভাগের যুগ্ন নিবন্ধক মৃণাল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ও জেলা সমবায় কর্মকর্তা তানিয়া সুলতানা। উপকার ভোগীদের মধ্যে সমবায় সমিতিগুলোর পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক নাজমুল কবির পাবেল, মাহমুদা আক্তার সুমি, শাহ আলম, সুচেন্দ্র চন্দ্র নমঃ, তাজ উদ্দিন ও আব্দুল ওয়াদুদ ওদুদ।
অনুষ্ঠানে সিলেট বিভাগীয় পর্যায়ে কৃষিভিত্তিক/ সার্বিক গ্রাম উন্নয়ন বিভাগে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার পায় শেভরনের অর্থায়নে ব্র্যাক-শেভরণ পরিচালিত জীবিকা প্রকল্পের ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার পান আলুতল শাপলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ-এর সম্পাদক মোছা: রিমা বেগম। দিবসটির উদযাপন শুরু হয় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আলোচনা সভায় জীবিকা প্রকল্প দ্বারা পরিচালিত জাহানপুর শাপলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক মাহমুদা আক্তার সুমী সমবায়ের প্রতিনিধি হিসেবে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। বিজ্ঞপ্তি