যুবরাজের বিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ

201

স্পোর্টস ডেস্ক :
‘জাতিবিদ্বেষী মন্তব্য’ করার অভিযোগ তুলে ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা যুবরাজ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করে দিয়েছে দেশটির পুলিশ। যুবরাজকে একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।
২০২০ সালের জুনে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে হাজির হয়েছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। সেখানেই যুজবেন্দ্র চাহালের টিকটক ভিডিও বানানো প্রসঙ্গে একটি মন্তব্য করেছিলেন যুবরাজ। যা নিয়ে তৈরি হয় বিতর্ক।
অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেছেন যুবরাজ। জাতপাত নিয়ে করা মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ‘আমি কখনোই জাতপাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন। বুঝতে পেরেছি আমার কথায় কিছু মানুষের খারাপ লেগেছে। যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে থাকি, তার জন্যে ক্ষমা চাইছি।’
যদিও তাতে বরফ গলেনি। সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর। ভারতের হরিয়ানার এক আইনজীবী এই ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই যুবরাজের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করা হয়েছে। হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা করা হয়েছে।