সিলেটের সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে গ্রাহকদেরকে বিনিয়োগে আগ্রহী করতে হবে – মো: শফিকুল ইসলাম

4

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেছেন, সিলেট একটি সম্ভাবনাময় অঞ্চল। বাঁশ, বেতসহ প্রাকৃতিক সম্পদ, পর্যটনসহ বিভিন্ন খাতে এখানে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। ব্যাংকারদেরকে শিল্পের বিকাশের জন্য সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে মার্কেটিং করে গ্রাহকদেরকে বিনিয়োগে আগ্রহী করতে হবে। তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের নবাগত নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলামকে প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন। বুধবার ৩ নভেম্বর রাতে বাংলাদেশ ব্যাংক সিলেট-এর সম্মেলন কক্ষে ব্যাংক অফিসার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সৈয়দ নকীব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক রূপ রতন পাইন, মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক এ,কে,এম এহসান। ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটে ট্রেজারার মোহাম্মদ আলী আক্তারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট-এর সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী। আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ আহমেদ শামছুদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক রুবানা পারভীন, সোনালী ব্যাংক সিলেটের উপ-মহাব্যবস্থাপক মো. এমরান উল্লাহ, ইসলামী ব্যাংকের ইভিপি ও সিলেট অঞ্চল প্রধান সিকদার মো শিহাবুদ্দীন, পূবালী ব্যাংক সিলেটের সহকারী মহাব্যবস্থাপক (আইন) ড. মোহাম্মদ আবু তাহের, এবি ব্যাংক-এর ভাইস-প্রেসিডেন্ট ও সিলেট অঞ্চল ক্লাস্টার হেড মো ওয়ালিউর রহমান, ওয়ান ব্যাংক-এর ব্যাঞ্চ ইনচার্জ একেএম মোস্তাক চৌধুরী, ইস্টার্ণ ব্যাংক-এর এফএভিপি ও ম্যানেজার চৌধুরী তামান হাছিব, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এফএভিপি নুরুল আম্বিয়া চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি