হাওর ভাসে

9

মিনহাজ উদ্দীন শরীফ

শঙ্খচিলের পাখনা
ব্যাঙের ছাতায় রাখ না;
বৃষ্টির সময় থাক না।
খোকা যাবে হাটে;
নৌকা নাই তো ঘাটে।

আষাঢ় শ্রাবণ দু’মাস
ঢেউয়ে ভাসে হাঁস,
নদীর চড়ে কাশ।
রিমঝিম বৃষ্টি ঝরে;
ফুল ফল বেয়ে পড়ে।

দূরের পানে বক চায়
পাল উড়িয়ে নাও যায়,
খালবিল পেরিয়ে বায়।
বোয়াল পুঁটি কৈ শিং;
ছাগল নাচে তি – রিং।

ছলাৎছলাৎ ঢেউয়ের তালে
পাখি নাচে গাছের ডালে,
পোনামাছের সারি খালে।
নদী হাসে, সাগর হয়ে;
হাওর ভাসে,পদ্ম বয়ে।