পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বান ॥ কালী পূজায় দিপাবলীর উৎসব বর্জন প্রতিমা বিসর্জন শুক্রবার

10

এবারের শ্যামা পূজা (কালী পূজা) উৎসব আঙ্গিকে উদযাপিত হবে না। প্রতিটি মন্দির তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমা বা ঘটে পূজা করবেন। পূজার পরের দিন শুক্রবার কোন মূর্তি প্রদর্শনীর জন্য থাকবে না। ৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী শ্যামা পূজা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে শ্যামা পূজার আয়োজন। দুর্গা পূজায় প্রতিমা ভাংচুর, হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাটের প্রতিবাদ স্বরূপ শ্যামা পূজায় দিপাবলীর উৎসব বর্জন করা হবে। তবে দিপাবলীতে মন্দির ও গৃহে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। প্রতিটি মন্দিরে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও শ্লোগানে সহিংসতা বিরোধী ব্যানার লাগানো হবে। কালী পূজার পরের দিন ৫ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে হবে। কালি পূজায় কোন ধরণের আতশবাজি ফুটানো যাবে না। স্ব স্ব মন্দির কমিটি স্বেচ্ছাসেবকের মাধ্যমে পূজা আয়োজনে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে শ্রী শ্রী শ্যামা পূজা আয়োজনে উল্লেখিত সিদ্ধান্ত বাস্তবায়নে সকল পূজা কমিটি ও পূজারীবৃন্দকে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি