সাম্প্রদায়িকতা প্রতিরোধে সিলেটে গ্রাসরুটস এর মানববন্ধন

10
সাম্প্রদায়িকতা প্রতিরোধে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন।

দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িকতা প্রতিরোধে তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অতিসম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুর উপর সংঘঠিত হামলা একটি ন্যাক্কারকজন ঘটনা। এ ধরনের ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানান।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিলেট জেলা আহ্বায়ক ফাতেমা সুলতানার পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র। এছাড়াও বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সদস্য অনিতা দাস গুপ্ত, পপি রানী দে, সেলিনা আক্তার, ফাহমিদা খানম, রাজিয়া সুলতানা, পারভীন, রুমা চৌধুরী, নার্গিস, তাসলিমা, পারভীন, মনোয়ারা, আমরা, পয়ারা, সেলিনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি