এটিএম বুথের সামনে ওৎপেতে থাকা ৪ ছিনতাইকারী গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার চন্ডিপুলের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের সামনে ওৎ পেতে থাকা ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কাউকে শিকার বানানোর আগেই বন্দি হতে হয়েছে পুলিশের জালে। গত রবিবার মধ্যরাতে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্ট থেকে এই ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া (চৌধুরীবাড়ী) গ্রামের মৃত আব্দুস ছালামের পুত্র মো. শহিদ নুর (৩৩), নোয়াখালী জেলার সুনাইমুড়ি থানার বাগাদিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র তোফায়েল আহমদ সুহেল (৩২), সিলেটের শাহপরাণ থানার পীরেরবাজার (টিকরপট্টি) গ্রামের মৃত শওকত হোসেনের পুত্র আজিজ আহমদ আজিম (৫৩) ও মোগলাবাজার থানার দক্ষিণ করিমপুর গ্রামের মৃত গনি মিয়ার পুত্র আব্দুল মতিন কামরান (৪৩)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা ও চাকু জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টের ডাচ-বাংলা ব্যাংক লি-এর এটিএম বুথের সামনে ৪ ছিনতাইকারী একটি অটোরিকশাযোগে ধারালো চাকু নিয়ে পথচারীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে- এমন সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই স্নেহাশীষ পৈত্য। সঙ্গে ছিলেন এসআই মাজহারুল ইসলাম, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই আপন মিয়া, এএসআই শেখ সাদী ও এএসআই সফিকুল ইসলাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় গতকাল সোমবার মামলা (নং-১৫) দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।