শ্রীমঙ্গলে সীমান্ত এলাকায় জমি চাষাবাদকারীদের সাথে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের মতবিনিময়

7

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে পরিষদে সীমান্ত এলাকায় জমি চাষাবাদকারীদের সাথে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নে ব্যবস্থাপনায় ৯ অক্টোবর শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী পিবিজিএম পিবিজিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির উপ অধিনায়ক তৌফিকুর রহমান, সহকারি পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।
সভায় আলোচনায় অংশ নেন সিন্দুরখান ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার হামিদুর রহমান, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, সিন্দুর খান ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী মহালদার ফুল মিয়া, লেবু ব্যবসায়ী লোকমান মিয়া, দৈনিক খোলাচিঠি পত্রিকার সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, সাউথ বালিশিরা কেজি স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, লেবু চাষী রিংকু ঘোষ, মাও. আহাদ উল্লা, মোঃ হারুন মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন লেবু, পান, আনারস ব্যবসায়ীসহ এলাকায় শতাধিক চাষীবৃন্দ।