জগন্নাথপুরে রাস্তার পাশে থাকা ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ

5

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে গ্রামীণ সরকারি রাস্তার পাশে থাকা পূর্বে রোপণকৃত আড়াই লাখ টাকা মূল্যের বড় ৬টি গাছ কেটে নিয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রাম এলাকায়।
এ বিষয়ে ৬ অক্টোবর বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রতিবাদী জগন্নাথপুর উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি হাজী শাহ নিজামুল করিম সহ ৭০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ইসহাকপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে শাহ নুরুল করিম, শাহ আবদুল বারীর ছেলে শাহ জিল্লুল করিম, মৃত আবদুল আবদুল গফুরের ছেলে মাহফুজুল করিম ও মৃত জমসেদ মিয়ার ছেলে সুহেল মিয়া উক্ত গাছগুলো কেটে বিক্রি করেছন। এতে পরিবেশের ক্ষতি সহ সরকারের রাজস্বের ক্ষতি হয়। তাই তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।