কানাইঘাটের সমাজসেবী সেলিম চৌধুরী আর নেই

3

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট দীঘিরপার ইউনিয়নের দর্পনগর গ্রাম নিবাসী সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বর্তমানে ঢাকায় বসবাসরত সমাজসেবী সেলিম চৌধুরী মৃত্যু বরণ করেছেন। গতকাল মঙ্গলবার বিকাল ২টার দিকে ঢাকার একটি হাসপাতালের আই’উই’সি’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি…রাজুন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ অংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বুধবার বাদ যোহর সেলিম চৌধুরীর জানাযার নামাজ তার নিজ বাড়ী দর্পনগর গ্রামে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত যে, সেলিম চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর আপন ছোট ভাই ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরীরর চাচাতো ভাই। এদিকে সমাজসেবী সেলিম চৌধুরীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন,সাবেক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-৫ আসনের সাংসাদ আব্দুল কাহির চৌধুরী, উপজেলা সাবেক সভাপতি মামুন রশীদ মামুন, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি শরীফুল হক, বর্তমান আহবায়ক কাউন্সিলর আবিদুর রহমান সহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।