পুলিশ বাহিনীর আচরণ মনে হয় শিষ্টাচার বহির্ভূত – ফারুক আহমদ

19

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ বলেছেন বতমান অবৈধ সরকারের পুলিশ বাহিনীর আচরণ মনে হয় শিষ্টাচার বহির্ভূত। একটি অবাধ গণতান্ত্রিক দেশে প্রতিটি দলের ও মতের মানুষ অধিকার রয়েছে স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে সভা সমাবেশ করার। তিনি দুঃখের সাথে বলেন, এই পুলিশ বাহিনীর আচরণ স্বৈরাচারের আচরণকে ও হার মানায়। ফলে দেশে আজ মানবাধিকার ভুলূন্ঠিত হচ্ছে প্রতিনিয়িত। সরকার নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতাকে বাকশালী কায়দায় হরণের অপপ্রয়াস হিসেবে যেভাবে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা মামলা দিয়ে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে সকল নেতাকর্মীদের ভয়ভীতির ঊধের্ব থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে গ্যাস, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকার যে অগণতান্ত্রিক কাজগুলো করছে তা স্বৈরাচারী ও অবৈধ সরকারের পক্ষেই সম্ভব। তিনি দেশনেত্রীর নির্দেশে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের দাবী আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওযার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গতকাল বুধবার বিকেলে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার হরতালের শেষদিনে দক্ষিণ সুনামগঞ্জে ২০ দলীয় জোটের উদ্যোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে সভাপতির বক্তব্যে ফারুক আহমদ উপরোক্ত কথা বলেন। উপজেলা জামায়াত সেক্রেটারী খালেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও সাবেক দরগাপাশা ইউপি চেয়ারম্যান রওশন খান সাগর ,উপজেলা বিএনপি নেতা ফখরুদ্দিন কনু শাহ, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, আবুল খয়ের, আব্দুল মজিদ, সহিবুর রহমান, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, আব্দুল মুকিদ, নুর উদ্দিন, সলিব নুর, তোফায়েল আহমদ, খালিলুর রহমান, শাহ জামান, উপজেলা শ্রমিকদল নেতা নুরুল হক, জোবায়ের আহামদ, জামায়াত নেতা হাফিজ নজরুল ইসলাম মিলন, আলিম উদ্দীন, জসিম উদ্দীন, আলী আহমদ, সুহেল আহমদ শিশু, শামিম আলম,  খেলাফত মজলিস নেতা মাওলানা অলিউজ্জামান, মাওলানা নুর হোসাইন, ছাত্রদল নেতা কিবরিয়া আহমদ, হুমায়ুন কবির সহ প্রমুখ।