আম্বরখানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু

5

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ময়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গত রবিবার বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাথী রানী দেবী (৫৫) শাহপরাণ থানাধীন উত্তর বালুচর এলাকার ফোকাস আবাসিক এলাকার ২২ নং বাসার বাসিন্দা ছিলেন।
মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, সাথী রানী দেবী রবিবার বিকেল সোয়া ৫টার সময় নিজের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নগরীর আম্বরখানা পয়েন্টে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় সিসিকের ময়লাবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে শাহী ঈদগাহ-টিলাগড় সড়ক থেকে এয়ারপোর্ট রোডে ঢুকতে গিয়ে পয়েন্টে দাঁড়ানো সাথী রানী দেবীকে চাকার নিচে ফেলে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় জনতা সিসিকের ট্রাক চালক রিপন করকে (৪০) আটক করেন। এসময় জনতা ও রিপনের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ ঘটনায় রিপন সামান্য আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।