গ্রাসরুটস’র নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

3
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় শিক্ষা শিবির সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভলাপমেন্ট ফোরাম এর সহযোগিতায় নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রশিক্ষণ শিবিরের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় শিক্ষা শিবির সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভলাপমেন্ট ফোরাম এর সহযোগিতায় নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রশিক্ষণ শিবিরের কর্মশালার সমাপনী সম্পন্ন হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে এ সমাপনী কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা শিবিরে দেশের বিভিন্ন জেলার প্রায় ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
বিসিক সিলেটের উপ-মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সুহেল হাওলাদার, বিসিক মৌলভীবাজার জেলার ডিজিএম মো. শামসুল এলাহী মাশরাফী শামস ভারত থেকে অনিন্দিতা মিত্র, পবণ ভঞ্জালী এবং গ্রাসরুটস এর সিইও হিমাংশু মিত্র প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
গ্রাসরুসট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাহেদা পারভীন নাজমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হুরায়রা এপতার হোসেন।
সভা শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক জাকির হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি