বৃষ্টির দিনে

7

সাঈদুর রহমান লিটন :

এমন দিনে বৃষ্টি নামে
টইটুম্বুর আজ গাঁয়ে,
অবুঝ শিশু যাচ্ছে বেয়ে
কলা গাছের নায়ে।

চ্যাপা মাছের জাল পেতেছে
ছোট্ট ছেলে মেয়ে,
খুশির নাচন নাচ্ছে তারা
মাছের দেখা পেয়ে।

আকাশ ভরা সাদা মেঘে
বৃষ্টি হয়ে ঝরে,
বৃষ্টির ফোঁটা নাচতে নাচতে
জলের উপর পড়ে।

বানের জলে রোদ পড়েছে
দেখতে ভারি শোভা,
সবার চেয়ে ভালো লাগে
জলে সূর্য ডোবা।