ছাতক হবে সমৃদ্ধ উপজেলা -মুহিবুর রহমান মানিক

11

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সুনামগঞ্জ জেলার মধ্যে ছাতক হবে সবচেয়ে সমৃদ্ধ উপজেলা। এই উপজেলার উন্নয়নে যা কিছু প্রয়োজন তার সবকিছুই করবে সরকার। গত ১১ বছরে ছাতকে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ছাতক উপজেলায় যে উন্নয়ন হয়েছে তা সুনামগঞ্জ শহরেও হয়নি। ছাতক হবে সুনামগঞ্জের কেন্দ্রবিন্দু। শুক্রবার ছাতক সমিতি সিলেট এর উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী, সফল জনক-জননী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর হলরুমে অনুষ্ঠিত সভায় ছাতক সমিতির সভাপতি অধ্যাপক খসরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আলা উদ্দিন ও যুগ্ম সম্পাদক এডভোকেট মাসুম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, শাবিপ্রবির শিক্ষক ড. কবির হোসেন, ছাতক উপজেলার চেয়ারম্যান ফজলুল রহমান, দোয়ারাবাজার উপজেলার চেয়ারম্যান আব্দুর রহিম, ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান লিপি আক্তার, সিকৃবির রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, ছাতক সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আফজল হোসেন। অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা রাজ উদ্দিন, আ.ন.ম কনা মিয়া, চেয়ারম্যান বিলাল আহমেদ, শায়েস্তা মিয়া, গিয়াস মিয়া, প্রবাসী বদরুজ্জামান শামীম, ডা. মঈন উদ্দিন, নুরুল হক, জহির চৌদুরী, সালেহ আহমদ, রাসেল আহমদ, কবির আহমদ, এডভোকেট শফিকুল ইসলাম, জালার উদ্দিন, নাজনিন আক্তার কনা প্রমুখ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি