মানুষের এই ক্রান্তিকালে ফ্রি অক্সিজেন সরবরাহের উদ্যোগ তুলনাহীন —– প্রিন্সিপাল নিজাম উদ্দিন তরফদার

4

দক্ষিণ সুরমায় নারী শিক্ষার প্রসারে অবদান রাখা অন্যতম বিদ্যাপীঠ নূরজাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল নিজাম উদ্দিন তরফদার বলেছেন, ‘মহামারী কোভিড-১৯-এর এই মহাদুর্যোগে অক্সিজেন সংকটে অনেক মানুষ ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন। আর মানুষের এই ক্রান্তিকালে লাউয়াই গ্রামের সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ রোগীদের ফ্রি অক্সিজেন সরবরাহের উদ্যোগ গ্রহণ অত্যন্ত প্রশংসনীয়, যার কোন তুলনা হয় না। সমাজের সচেতন অংশের উচিত সাধারণ মানুষের কল্যাণে এভাবে উদ্যোগ গ্রহণ আর ইতোমধ্যেই যারা উদ্যোগ নিয়েছেন, তাঁদের প্রতি সাধ্যানুযায়ী সহযোগিতার হাত প্রসারিত করা।
গত সোমবার বিকেলে লাউয়াইস্থ নূরজাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহসহ রোগীদের সেবা প্রদান এবং দুর্যোগকালে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীনদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন ‘এহ্সান ফ্র্রি অক্সিজেন সাপোর্ট’-এর উদ্বোধনি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সংগঠনের অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান ডা. মিফতাউল হোসেন সুইটের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক রোটারিয়ান রেজাউল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মতিউর রহমান, যুক্তরাজ্যস্থ লাউয়াই এসোসিয়েশনের অর্থ সম্পাদক বজলুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, নূরজাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল সুবল চন্দ্র দাস, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলী আহমেদ, লাউয়াই স্পোর্টিং ক্লাবের অন্যতম সহ-সভাপতি আলী আহমদ খান, সমাজসেবী মোশতাকুর রহমান ও আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান নজমুল ইসলাম খসরু। আলোচনায় অংশ নেন রাজীব আহসান রিমন, সায়েম আহমদ, আমিন উদ্দিন আহমদ, হাফিজুর রহমান মুক্তা, লিটন আহমদ, আদনান খান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাহবুব আহমদ। পরে নবগঠিত সংগঠনের অগ্রগতি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী আহমেদ। বিজ্ঞপ্তি