জগন্নাথপুরে উপ-নির্বাচনে সৈয়দ দুলাল নির্বাচিত

5

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের সদস্য সৈয়দ সাবির মিয়ার মৃত্যু হওয়ায় শূন্য পদে ১৩ জুলাই মঙ্গলবার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া মাদ্রাসা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, আলহাজ সৈয়দ দুলাল (তালা), জাহাঙ্গীর হোসেন কোরেশী মুকুল (ঘুড়ি) ও এম সমছু মিয়া সুজল (টিউবওয়েল)। এর মধ্যে সৈয়দ দুলাল ৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এম সমছু মিয়া সুজল ২২ ভোট পান। তবে করোনার কারণে ২ বার নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় স্বেচ্ছায় জাহাঙ্গীর হোসেন কোরেশী মুকুল নির্বাচন থেকে সরে যাওয়ায় তিনি কোন ভোট পাননি। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, ২ প্রার্থী, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৯২ জন ভোটারের মধ্যে ৯০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়েছে।