হবিগঞ্জে পৃথক সংঘর্ষে ৫ পুলিশসহ অর্ধ শতাধিক আহত

10

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জে পৃথক সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ অর্ধ শতাধিক আহত হওয়া খবর পাওয়া গেছে। এর মধ্যে সোমবার দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও হবিগঞ্জ সদর উপজেলায় রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জ শায়েস্তানগর: হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করে। এ সময় পুলিশ বাধা প্রদান করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১৫ জন আহত হয়। এ সময় পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের একটি পিকআপভ্যান টহলের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতির্কিত হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছে। এরপর পুলিশ অ্যাকশনে গিয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রæত আইনের আওতায় আনা হবে।
হবিগঞ্জ সদর: হবিগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রবিবার রাত পৌনে ৮টা থেকে ১০টা পর্যন্ত লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে জাবেদ আলী (৩০), শামীম মিয়া (২২), রফিক মিয়া (৫৪), ইমতিয়াজ মিয়া (৪০), কাজল মিয়া (৫০), জিসান (১৮), বাবুল (২৮), হেলালসহ (৩২) ৩০ জনকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ভাটপাড়া গ্রামের আবদাল মিয়াকে (২৮) সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতÐা হয়। এর জের ধরে তিন গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান জানান, দুই অটোরিকশার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ৫ গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।