দূরত্ব

6

কবির কাঞ্চন :

আমি তো এখন আর একাকী নীরবে কাঁদি না
তোমার জন্য হে প্রিয়
স্নান সেরে এসে জানালার পাশে বসি না
তোমার জন্য জেনে নিও।

আমি তো আর এখন প্রতীক্ষায় থাকি না
তোমার জন্য রাতের পর রাত
দিনের ক্লান্তি শেষে মিষ্টি হেসে বলি না
চল না আনব সুপ্রভাত।

আমি তো এখন আর অভিনয় করি না
মিছে সুখের আশায়
তুমি চলে গেলে দূরে বহুদূরে
আমায় দুঃখে ভাসায়।

জানি হয়তো তুমিও ভাবো না আমায়
কোন নব সুখের আহবানে
আমি বলি কী এতোদিনে তোমাকে
আমি ছাড়া আর কেইবা জানে।