জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত

8

সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে বুধবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্র উৎসব ২০১৯-এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এরপর একাডেমির চিত্রশালায় আয়োজন করা হয় সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট জেলা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আজিজ আহমদ সেলিম, নাট্য অভিনেত্রী ও আবৃত্তি প্রশিক্ষক জ্যোতি ভট্টাচার্য্য, নাট্যকার ও প্রযোজক সেলিনা চৌধুরী, শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগের আহ্বায়ক শাহীন আহমদ, চোখ ফিল্ম সোসাইটি শাবিপ্রবির সভাপতি আসিফ জামিল, সিলেট কৃষি বিশ^বিদ্যালয় চলচ্চিত্র সংসদের উৎসব ও প্রদর্শনী বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায়, প্রতীক এন্দ এবং তালযন্ত্র সহকার ক্ষীতিশ দাস ও কৃতি সুন্দর দাস প্রমুখ। আবৃত্তিশিল্পী আবু বকর মো. আল-আমিনের সঞ্চালনায় বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপনের ফাঁকে ফাঁকে একাডেমির শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একাডেমির ক্যাম্পাসে আয়োজন করা হয় আড্ডা, প্রীতি সম্মিলনী ও চা চক্রের। সবশেষে সন্ধ্যা ৬:৩০টায় একাডেমি প্রাঙ্গণে মোরশেদুল ইসলাম পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’ প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি