উপশহরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন গ্রেফতার

3

স্টাফ রিপোর্টার :
ফুটপাত ও চায়ের দোকান থেকে আদায়কৃত চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে নগরীর শাহজালাল উপশহর এলাকায় দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ২ যুবক। আহত আব্দুল আহাদ ও রাইসুল সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অপর পক্ষের দাবি জোরপূর্বক মোবাইল ফোন নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে ঘটনা ঘটে। গত শুক্রবার রাত সোয়া ১২টায় উপশহর পয়েন্টে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বাদল নামে এক যুবককে আটক করেছে। এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) এহসান চৌধুরী, কোতয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ ও শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ও শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মূলত চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে এই সংঘর্ষ ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি।